Highlightদেশ

খুনের প্রত্যক্ষদর্শীকে অর্ধনগ্ন করে বেল্ট দিয়ে মারধর, ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তদন্ত শুরু মধ্যপ্রদেশে

টিডিএন বাংলা ডেস্ক : রাস্তায় গাছের তলায় অর্ধনগ্ন করে বেল্ট দিয়ে এক ব্যক্তিকে মারধর। ওই ব্যক্তির গলায় ও হাঁটুতে কুকুরের বেল্ট পরা। এক অভিযুক্ত ওই ব্যক্তির চুলের মুঠি ধরে আছে। এই রোমহর্ষক ঘটনারএকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, এটি মধ্যপ্রদেশের দাতিয়া জেলার ঘটনা। ঘটনাটি এক বছর আগের। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই ব্যক্তিকে কুকুরের মতো ডাকতে বাধ্য করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি একটি খুনের প্রত্যক্ষদর্শী। এরপরই তাঁকে অপহরণ করে তাঁর সঙ্গে নির্যাতন করে ওই দুই অভিযুক্ত। যাতে ওই ব্যক্তি বয়ান বদলায়।

পুলিশ জানিয়েছে, তাঁরা ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে- তাঁরা মামলা দায়ের করার আবেদন করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই ব্যক্তির নাম আনন্দ যাদব ও ঋষভ ডাঙ্গি। দুজনেরই আগে ক্রিমিনাল রেকর্ড আছে। তাঁরা ঝাঁসির বাসিন্দা।

Related Articles

Back to top button
error: