রাজ্য

মুর্শিদাবাদে বাজ পরে মৃত্যু নয়জনের, শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মাঠে চাষ করার সময় কাজ করতে গিয়ে বজ্রাঘাতে একই গ্রামের ছয় কৃষকের মৃত্যু। সোমবার দুপুরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন, সানিরুল ইসলাম(২৫), সুনীল দাস(৩৫), দূর্জধন দাস(৩২), সূর্য কর্মকার(২৩), মাজহারুল শেখ ও জালালুদ্দিন শেখ(২৮) তাদের প্রত্যেকের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের নওদা গ্রামে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি এদিনই সুতি থানার আহিরনেও বাজে পরে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে বাজ পরে দুজনের মৃত্যু হয় বহরমপুরেও। মৃতরা হলেন, অভিজিৎ বিস্বাস ও প্রহ্লাদ মরারী।

Related Articles

Back to top button
error: