HighlightNewsরাজ্য

চাঁদের মাটি ছোঁয়ার ঐতিহাসিক কাজে সামিল মুর্শিদাবাদের বিজ্ঞানী তোশিকুল ওয়ারা, উচ্ছসিত এলাকাবাসী

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর সফল অবতরণে যুক্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার পুঠিমারীর মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তোশিকুল ওয়ারা। বুধবার চন্দ্রযান-৩ বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার খবর প্রকাশিত হতেই দেশজুড়ে আনন্দের বাতাবরণ বয়ে যায়। সেই সফল অভিযানে যুক্ত ছিলেন পুঠিমারীর মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তোশিকুল ওয়ারা। বৃহস্পতিবার সকাল থেকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় খুশির জোয়ার বয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে আনন্দের বাতাবরন সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তোশিকুল ওয়ারা সামশেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর জঙ্গিপুর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং বহরমপুর কে যেন কলেজ থেকে পদার্থ বিদ্যায় গ্রাজুয়েশন করেন। গ্রাজুয়েশন সম্পন্ন করে কলকাতার রাজা বাজার কলেজ থেকে বি টেক এবং এম টেক সম্পন্ন করেন। যদিও সেসময় সামশেরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেন। ১৯৯১ সালে ISRO তে জুনিয়র বিজ্ঞানী হিসাবে যোগ দেন তোশিকুল ওয়ারা। তারপরেই দেশকে এগিয়ে নিয়ে যেতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে ইসরোর স্যাটেলাইট সেন্টারে যুক্ত রয়েছেন। দেশজুড়ে চন্দ্রযান-৩ সাফল্যে যখন আনন্দর বাতাবরণ বইছে। ঠিক তখনই সেই সফল অভিযানে সামিল হওয়ার জন্য তোশিকুল ওয়ারার অবদানকে স্যালুট জানিয়ে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদলদের সামশেরগঞ্জে।

Related Articles

Back to top button
error: