টিডিএন বাংলা ডেস্ক: আবারও ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের! জানা গিয়েছে, পানীয় জল তুলতে গিয়ে মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের দিনমজুর-শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে। প্রতি বছর অসংখ্য দিনমজুর-শ্রমিক পরিবারের মুখে অন্য তুলে দিতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরছেন। ফলে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের দুরাবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে শ্রমিকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করা নিয়েও।
মুর্শিদাবাদের বাসিন্দা মৃত্যু ওই শ্রমিক পেশায় এক জন রাজমিস্ত্রি। মৃতের নাম মোকলেসুর রহমান। ওই রাজমিস্ত্রির পরিবার সূত্রে খবর, দিল্লির সরোজিনী নগরে এই দুর্ঘটনা ঘটেছে। মোকলেসুর মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন কৃষ্ণপুরের বাসিন্দা। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার ও আত্মীয় স্বজনরা।