HighlightNewsদেশ

ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সব সম্প্রদায়ের চেয়ে পিছিয়ে মুসলিমরা, প্রকাশিত ২০-২১ অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন-এর রিপোর্টে

টিডিএন বাংলা ডেস্কঃ শিক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন (এআইএসএইচই) ২০২০-২১-এর রিপোর্টে দাবি করা হয়েছে, মুসলিমরা উচ্চ শিক্ষায় তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের থেকে পিছিয়ে রয়েছে।

এআইএসএইচই ২০২০-২১ অনুসারে, ২০১৯-২০২০-এর তুলনায় উচ্চ শিক্ষায় মুসলিম নথিভুক্তি ৮% কমেছে। ২০২০-২১-এর রিপোর্ট অনুসারে এহেন শিক্ষার্থীর সংখ্যা ১,৭৯,০০০। অন্যদিকে, এসটি এবং এসসি ও অন্যান্য ওবিসি শিক্ষার্থীদের তালিকাভুক্তি যথাক্রমে ১১.৯%, ৪.২% এবং ৪% বৃদ্ধি পেয়েছে।

উচ্চ শিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের তালিকাভুক্তির হ্রাস পাওয়ার কারণ হিসেবে রিপোর্টে করোনা পরিস্থিতিকে দায়ী করা হয়েছে। তবে, একইসঙ্গে রিপোর্টে এর পেছনে মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক অবস্থার দিকেও ইঙ্গিত করা হয়েছে। যার কারণে, মেধাবী তরুণ শিক্ষার্থীদের স্কুলের পড়াশোনা শেষ করার পরই প্রাথমিক চাকরির সন্ধান করতে বাধ্য হতে হয়। রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশে ৩৬%, জম্মু ও কাশ্মীরে ২৬%, মহারাষ্ট্রে ৮.৫% এবং তামিলনাড়ুতে ৮.১% হ্রাসের খবর পাওয়া গেছে।

তবে, পরিসংখ্যান অনুসারে উত্তরপ্রদেশে প্রায় ২০% মুসলিম জনসংখ্যা রয়েছে। যার মধ্যে, উচ্চ শিক্ষায় শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের পরিসংখ্যান মাত্র ৪.৫%। অথচ, রাজ্যে বেশ কয়েকটি নতুন কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

রিপোর্ট অনুযায়ী, কেরালা একমাত্র রাজ্য যেখানে ৪৩% মুসলিম উচ্চ শিক্ষার জন্য নথিভুক্ত। সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী আরেকটি বিকট চিত্র হল মুসলিম শিক্ষকদের দুর্বল উপস্থিতি। একদিকে, যেখানে, এসসি, এসটি এবং ওবিসি শিক্ষকদের সংখ্যা যথাক্রমে ৯%, ২.৫% এবং ৩২% সেখানে, মুসলিম শিক্ষকের সংখ্যা মাত্র ৫.৬%।

Related Articles

Back to top button
error: