মুসলমানদের দেশপ্রেম নিয়ে সন্দেহ করা উচিত নয়: শিবপাল যাদব

টিডিএন বাংলা ডেস্কঃ প্রগতিশীল সমাজবাদী পার্টির প্রধান শিবপাল যাদব এদিন মঙ্গলবার বলেন যে ভারতীয় মুসলমানদের “দেশপ্রেম” নিয়ে সন্দেহ করা উচিত নয় কারণ তারা সবসময় দেশের প্রতি অনুগত ছিল। উত্তর প্রদেশের হারদোই শহরে সংবামাধ্যম প্রতিনিধি দের সাথে কথা বলার সময় তিনি যোগ করেন, “এটা স্বাধীনতা সংগ্রাম হোক বা অন্য কোন পরিস্থিতিতে মুসলমানরা সবসময় দেশপ্রেমিক।” তিনি বিজেপি দলকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সকল “ধর্মনিরপেক্ষ” দলের মধ্যে ঐক্যের আহ্বান জানান। আলীগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাবের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এটা বিজেপির নেওয়া নতুন কোনো পদক্ষেপ নয়। “বিজেপি যা কিছু সিদ্ধান্ত বে তা দেশ বা জনগণের স্বার্থে নয়।” এই সরকার ব্যর্থ হয়েছে। আমাদের দেশ এদের কারণে পিছিয়ে পড়েছে,” তিনি যোগ করেন।উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত শিবপাল যাদব। তিনি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করার পরিস্থিতি খুঁজছেন। ইউপি নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো মুখ্য ভূমিকা পালন করবে। তাদের মধ্যে অনেকেই রাজ্যে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, আজাদ সমাজ পার্টি, অল ইন্ডিয়া মুসলিম মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি তাদের মধ্যে অন্যতম কিছু।