HighlightNewsদেশ

রাজীব গান্ধি হত্যার সঙ্গে আমার ছেলের কোনও সম্পর্ক নেই : অভিযুক্তের মা

টিডিএন বাংলা ডেস্ক : ‘রাজীব গান্ধি হত্যার সঙ্গে আমার ছেলের কোনও সম্পর্ক নেই’, বলে আবারও সরব হলেন রাজীব গান্ধি হত্যায় অভিযুক্ত এজি পেরারিভালানের মা আরপুথাম্মল। গত ৯ মার্চ, সুপ্রিম কোর্ট রাজীব গান্ধি হত্যা মামলায় প্রায় ৩২ বছর ধরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি এজি পেরারিভালানকে জামিন দেয়।

এদিন পেরারিভালানের মা একটি সাক্ষাৎকারে বলেন, “সুপ্রিম কোর্ট আমার ছেলেকে জামিন দিয়েছে। এটি ৩০ বছরের বেশি সংগ্রামের বিজয়। এছাড়াও, মূত্রাশয় সংক্রমণ এবং অন্যান্য অসুস্থতায় ভুগছিল ও। এখন আমার ছেলের স্বাস্থ্যের উন্নতির জন্য প্যারোলের বর্ধিতকরণ প্রয়োজন। একজন মানুষের জীবনে ৩০ বছর কত বড় তা সবাই জানে। জামিন পাওয়ার পর আমার ছেলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বলে আমাদের পরিবার খুশি। আমি ইতিমধ্যেই একাধিকবার বলেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যার সঙ্গে আমার ছেলের কোনও সম্পর্ক নেই। কিন্তু কেউ বিশ্বাস করেনি। আমার ছেলে তার ন্যায়বিচারের জন্য লড়াই করেছে। এরপর, আমরা শীঘ্রই তার মুক্তির অপেক্ষায় রয়েছি।”

তামিলনাড়ুর তিরুপাথুর জেলার বাসিন্দা পেরারিভালানের বর্তমান বয়স প্রায় ৫০ বছর। তবে তিনি যখন গ্রেফতার হন তখন তিনি একজন নব্য যুবক ছিলেন। যার ফলে তখনও তিনি বিয়ে করেননি। রাজীব গান্ধি হত্যায় অভিযুক্ত হওয়ার পরে তিনি আর বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ছিলেন। তবে এখন তার মা তাকে বিয়ে দিতে চান বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ছেলে সাধারণত কৃষিকাজ করতে পছন্দ করে। ভবিষ্যতে সে অবশ্যই কৃষিকাজে যুক্ত হবে। এদিকে, ও আগে বলেছিল যে ও বিয়ে করতে আগ্রহী নয়। যেহেতু ও ইতিমধ্যে জেল জীবন কাটিয়েছে তাই ও চায় না যে আরও একজন মহিলা এর মধ্য দিয়ে যাক। আমি মনে করি পরিস্থিতি এখন পরিবর্তিত হয়েছে, তাই এটি পরবর্তী পদক্ষেপ হবে।”

Related Articles

Back to top button
error: