HighlightNewsআন্তর্জাতিকদেশ

প্যালেস্তাইনে ভারতীয় রাষ্ট্রদূতের রহস্য মৃত্যু! অফিসেই উদ্ধার দেহ, বাড়ছে রহস্য, চলছে তদন্ত

টিডিএন বাংলা ডেস্ক : প্যালেস্তাইনের ভারতীয় দূতাবাসে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু। ওই ভারতীয় কূটনীতিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্যালেস্তাইনের রামাল্লা শহরে ভারতীয় মিশনে দূত নিযুক্ত ছিলেন মুকুল আর্য। ২০০৮ সালের আইএফএস অফিসার মুকুল আর্যর মরদেহ রবিবার রামাল্লা শহরের দূতাবাস চত্বরে তাঁর বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। প্যালেস্তাইনে ভারতীয় মিশনের প্রতিনিধির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশটিতে। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই তরুণ অফিসার কী ভাবে মারা গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই প্যালেস্তাইনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মুকুলের সরকারি বাসভবনে পুলিশের শীর্ষ কর্তা ও ফরেন্সিক দল পাঠান।

এ প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘প্যালেস্তাইনের রামাল্লা শহরের দূতাবাসে ভারতীয় প্রতিনিধি ছিলেন মুকুল আর্য। রবিবার দূতাবাস চত্বর থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।’ তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্যালেস্তাইন সরকার। মৃত্যুর খবর জানিয়ে তিনি টুইটারে লেখেন, ‘রামাল্লায় ভারতীয় প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে শোকাহত। খুবই উজ্বল এবং মেধাবী অফিসার ছিলেন তিনি। ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্যাচের আধিকারিক ছিলেন মুকুল আর্য। কাবুল, মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন তিনি। দিল্লির মন্ত্রকেও কাজ করেছেন তিনি। অভিজ্ঞ এক কূটনীতিবিদের এহেন মৃত্যুতে শোকাহত বিদেশমন্ত্রকের আধিকারিকরা।’

Related Articles

Back to top button
error: