নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, রানাঘাট : কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেললাইন স্থাপন সহ একাধিক ছাত্রসমাজের দাবি নিয়ে ইশতেহার প্রকাশ করল এসআইও নদিয়া জেলা। এজন্য রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় নদীয়া জেলা সংগঠনের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গজোনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মন্ডল, তিনি রাজ্যের বিভিন্ন ছাত্র সমাজের সমস্যা কে সামনে রেখে সেগুলোর সমাধানের জন্য জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানান। বিশেষ করে শিক্ষকদের শিক্ষার গৈরিকি করণের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত নদীয়া জেলার সভাপতি সফিকুল ইসলাম মন্ডল তিনি বলেন, কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত ৭৮ কিমি জেলার এই দীর্ঘ পথ বাসে চলতে হয় সাধারণ যাত্রীদের মতো ছাত্র সমাজকেও যারা পড়াশোনার জন্য ট্রাভেল করছে তারা ফলে বিভিন্ন সমস্যায় ভোগেন, সেই সাথে জেলার এই বৃহৎ অংশ কোন রেললাইন না থাকায় সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভের দানা বাঁধেছে। তিনি আরও বলেন এই ক্ষোভ-বিক্ষোভ এ পরিণত হওয়ার আগেই কোন জননেতা যদি এলাকায় রেললাইন প্রতিষ্ঠা করে তবে জেলাবাসী তাকে চিরস্মরণীয় করে রাখবে। রেললাইনের দাবি ছাড়াও ছাত্র সমাজের সমস্যাকে সামনে রেখে বিভিন্ন দাবি পেশ করা হয়। ঐতিহ্যবাহী নদীয়া জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য রাজ্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন জেলা সভাপতি মাসুদ করিম সাহেব নদীয়া জেলা সম্পাদক জসিম উদ্দিন শেখ প্রমূখ।