HighlightNewsআন্তর্জাতিক

আবারও অনান্থা প্রস্তাব ইসরাইলী পার্লামেন্টে, মুসলিম এমপিদের ভোটে এ যাত্রায় টিকে গেল নাফতালি সরকার

টিডিএন বাংলা ডেস্ক: আবার পতনের মুখে ইসরাইলের সরকার। সোমবার দেশটির পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে অনান্থা প্রস্তাব আনে সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নের্তৃতাধীন বিরোধীদল। এ অবস্থায় নেসেটের আরব মুসলিম দলগুলো এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে নাফতালি বেনেতের সরকারকে রক্ষা করেছে।

নেতানিয়াহুর দল যাতে আবার ক্ষমতায় ফিরতে না পারে এজন্য মুসলিম দলগুলো একজোট হয়ে নাফতালি বেনেতের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। নাফতালি বেনেতের জোট সরকারেও আরব দল আছে। জোটের বাইরে থাকা ৬ জন আরব এমপি এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নের্তৃতাধীন বিরোধীদলের আনা অনাস্থা প্রস্তাবটি ৬১-৫২ ভোটে হেরে যায়। সূত্র : খবর আনাদোলু, ইনকিলাব

Related Articles

Back to top button
error: