HighlightNewsদেশ

নাগাল্যান্ড গুলিকাণ্ডে দুঃখপ্রকাশ নারাভানের

টিডিএন বাংলা ডেস্ক : নাগাল্যান্ডে সেনার গুলি চালনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন সেনাপ্রধান এম এম নারাভানে। তিনি বলেন, ‘তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও খামতি থাকলে, তা সংশোধন করা হবে।”

৪ ডিসেম্বর নাগাল্যান্ডের ওটিংয়ে সেনার গুলিতে মৃত্যু হয় ১৪ জন নিরীহ গ্রামবাসীর। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। প্রতিবাদে সরব হন উত্তর-পূর্বের মানুষ। আফস্পা প্রত্যাহারের দাবিও ওঠে। এরপরেই তদন্তের নির্দেশ দেয় সেনা। নারাভানে বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে নির্দিষ্ট পদ্ধতিতে অভিযান চালানোর অভিজ্ঞতা সেনার রয়েছে। দেশবাসীর নিরাপত্তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জঙ্গিদমন অভিযানের সময়ও তার অন্যথা হয় না। কিন্তু নাগাল্যান্ডের ওটিংয়ে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।’ তদন্তের রিপোর্ট দেখে যথাযথ সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন নারাভানে।

Related Articles

Back to top button
error: