দেশ

নাগাল্যান্ডের হত্যাকাণ্ডের ঘটনায় ৩০ জন সেনার বিরুদ্ধে চার্জশিট পেশ নাগাল্যান্ড পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: নাগাল্যান্ডের মন জেলায় সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের গুলিতে নিহত হন ১৩ জন স্থানীয় নাগরিক। নাগাল্যান্ডের সেই হত্যাকাণ্ডের ঘটনায় এবার একজন সেনা আধিকারিক সহ ৩০ জন সেনার বিরুদ্ধে চার্জশিট পেশ করল নাগাল্যান্ড পুলিশ। প্রথমে দাবি করা হয় সন্ত্রাসবাদী সন্দেহেই গুলি করা হয়েছিল। তাদের গাড়িকে দাঁড়াতে বলার পরে নাকি দাড়ায়নি তারা। কিন্তু সেই অভিযোগ নাকচ করে দিয়ে স্থানীয়রা পাল্টা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। একইসঙ্গে অভিযোগ উঠেছে সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। এই ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। আফস্পা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয় দেশ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্যের পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় যে সিট গঠন করা হয়েছিল তারা ওই চার্জশিট পেশ করেছে আদালতে।
সেনারা নিহতদের সন্ত্রাসবাদী বলে দাবি করলেও তদন্তে উঠে আসে তারা আসলে স্থানীয় খনির শ্রমিক। তারা কাজ শেষে একটি ভ্যান গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। নাগাল্যান্ড পুলিশ তদন্ত শেষে সেনার কাছে পেশ করা চার্জশিটে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় ২১ নম্বর প্যারা স্পেশ্যাল ফোর্সের জওয়ানরা ‘স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর’ তথা এসওপি মেনে চলেনি। ওই ৩০ জন সেনার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে।

নাগাল্যান্ড সরকার চার্জশিটে নাম থাকা সমস্ত সেনা জওয়ানদের জিজ্ঞাসাবাদ করতে চায়। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছে নাগাল্যান্ড সরকার। এছাড়াও রাজ্য পুলিশের তরফে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এই বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
error: