HighlightNewsআন্তর্জাতিক

লেবাননে অবশেষে অচলাবস্থার অবসান, প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নাজিব মিকাতি

টিডিএন বাংলা ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে লেবাননে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। গত নয় মাস ধরে সাদ হারিরি লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে সাদ হারিরি পদত্যাগ করেন। এমতাবস্থায় প্রধানমন্ত্রী নির্বাচন অবশ্যম্ভাবীভাবে পরে। অবশেষে আজ লেবাননের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। এই ভোটে ১১৮ জন সাংসদের মধ্যে ৭৩ জন সাংসদের সমর্থন নিয়ে নাজিব মিকাতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি ইতিপূর্বেই পূর্ববর্তী তিনজন প্রধানমন্ত্রীর সমর্থন পেয়েছেন। এছাড়া লেবাননের সংসদের স্পিকারের সমর্থন তিনি পেয়েছেন। একই সঙ্গে হিজবুল্লাহ মতো বিখ্যাত প্রতিরোধ আন্দোলনের সমর্থনও লাভ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এখন নব নির্বাচিত প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সামনে সবচেয়ে বড়ো চ‍্যালেঞ্জ হল অর্থনৈতিক সংকট মোকাবিলা। এছাড়াও ঔষধ ও জ্বালানির মত নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের সংকট সমাধানে তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার। একই সঙ্গে দেশের মধ্যে ঐক্য স্থাপন করাও তার সামনে একটি বড়ো চ‍্যালেঞ্জ বলে মনে করছে অভিজ্ঞমহল। উল্লেখ্য যে, হিজবুল্লাহ বরাবরই অভিযোগ করে আসছে যে পশ্চিমা দেশগুলি ও কয়েকটি আরব দেশ লেবাননের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের অভিযোগ মূলত বৈদেশিক ষড়যন্ত্রের ফলেই লেবাননে রাজনৈতিক অস্থিরতা চলছে। তারা লেবাননে জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। তবে শত্রু ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

Related Articles

Back to top button
error: