”নরেন্দ্র মোদীই করোনা ভাইরাসের সুপার স্প্রেডার”: দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কর্তার

ছবি সৌজন্যে বিজেপি ওয়েস্টবেঙ্গলের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করোনা ভাইরাসের ‘সুপার স্প্রেডার’। বর্তমান দুঃসময়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা যখন সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার জন্য আবেদন করছেন, সেই সময় মোদী অবলীলাক্রমে একের পর এক রাজনৈতিক সমাবেশ এবং মিছিল করে যাচ্ছেন। করোনা যখন থাবা বসাতে শুরু করেছে গোটা দেশে জুড়ে, সেই সময় মোদী কীভাবে ওই ধরনের জনসভা করেন, তা নিয় প্রশ্ন তোলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) উপপ্রধান নভজ্যোত দাহিয়া।

স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে প্রধানমন্ত্রী ‘ব্যর্থ’ হয়েছেন বলেও অভিযোগ করেছেন IMA’র ভাইস প্রেসিডেন্ট। বললেন, ২০২০ সালে দেশে যখন প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল তখন প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানের ব্যস্ত ছিলেন। গত এক বছর ধরে দেশের স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র। দেশে অক্সিজেনের সংকট নিয়েও কেন্দ্রীয় সরকারকে দুষেছেন আইএমএর ভাইস প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, অক্সিজেন প্লান্ট তৈরির কাজও আটকে রয়েছে কেন্দ্রের অনুমতি না মেলায়। উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রের সমালোচনায় মুখর আন্তর্জাতিক মহলের একাংশও। এই প্রেক্ষিতে IMA-র ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি ওয়াকিবহাল মহলের।
এরপর যখন করোনার দ্বিতীয় ঢেউ কার্যত ছারখার করে দিচ্ছে গোটা দেশকে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সই সময় ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করতে মোদী তেমন কোনও ব্যবস্থা করছেন না বলেও অভিযোগ করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উপপ্রধান।

প্রসঙ্গত ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে যেভাবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিনের পর দিন ধরে বাড়তে শুরু করেছে, তা দেখে সমালোচনায় মুখর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশ। এমনকী, বর্তমান পরিস্থিতিতে আইপিএল করার অনুমোদন সরকার কীভাবে দেয়, তা নিয়েও তোলা হয় একের পর এক প্রশ্ন।