‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার
টিডিএন বাংলা ডেস্ক: ‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প বন্ধ করে দিল বিজেপি শাসিত নরেন্দ্র মোদী সরকার। ভারতবর্ষে দিনে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা যখন আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যা যখন দেড় হাজার পেরিয়েছে, যখন কোভিড রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা, যখন দিল্লি-সহ বহু শহরের ডাক্তার-নার্সরা নিজেরাই কোভিডে আক্রান্ত হয়ে পড়ছেন,ঠিক সেই সময় ‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প বন্ধ করে দিল কেন্দ্রের বিজেপি সরকার।
উল্লেখ্য,গত বছর লকডাউন ঘোষণার পরেই নরেন্দ্র মোদী সরকার ব্যাপক প্রচার করে ঘোষণা করেছিল, করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী, নিকাশি কর্মী, আশা কর্মীদের বিমার আওতায় নিয়ে আসা হবে। আর তাই কারও মৃত্যু হলে, তাঁর পরিবার ৫০ লক্ষ টাকা পাবেন বলেও জানানো হয়। খবরে প্রকাশ, এখনও পর্যন্ত মাত্র ২৮৭ জন ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীর পরিবার ৫০ লক্ষ টাকার বিমার সুবিধা পেয়েছেন।
কারও কারও মতে, নরেন্দ্র মোদী সরকারের ধারণা ছিল, তিন মাসেই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ জয় করে ফেলা যাবে। তাই প্রাথমিক ভাবে ২০২০ সালের ৩০ মার্চ থেকে তিন মাসের জন্য এই বিমার সুবিধা চালু হয়। কিন্তু পরে তার মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ২৪ মার্চ করা হয়। সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের বিমা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। তবে কেন সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের বিমার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না, তার কোনও ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি।
কিন্তু যে স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করছে, যারা জীবনকে বাজি রেখে মানুষের জন্য লড়ছে তাদের জীবনবিমার প্রকল্প বন্ধ করা নিয়ে প্রশ্ন উঠছে।