দলিতকে বিয়ে করার ‘অপরাধে’ তরুণীকে মাথার চুল ছেঁটে নর্মদাতে স্নান

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : দলিতকে বিয়ে করার ‘সাজা’ দেওয়া হল তরুণীকে। মাথার চুল ছোটো ছোটো করে ছেঁটে, অর্ধনগ্ন করে ঘাটভর্তি লোকের মাঝে অর্ধনগ্ন করে স্নান করাল তরুণীর বাবা। এই পদ্ধতির নাম নাকি শুদ্ধিকরণ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বেতুল জেলার ঘটনা। ধর্মবর্ণ ভেদাভেদ যে কী মাত্রায় ডিজিট্যাল ভারতে প্রকট, তার প্রমাণ এই ঘটনা।

২৪ বছরের সাক্ষী যাদব গতবছর বিয়ে করেছিলেন দলিত যুবক অমিত আহিরওয়ারকে। কিন্তু পরিবার তা মানছিল না। সাক্ষীর অভিযোগ, তাঁর বাবা জানতেন তারা কোথায় আছেন। এরপরও থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশের সাহায্যে মেয়েকে বাড়িতেও ফিরিয়ে এনেছিলেন। অভিযোগ, বাড়িতে ফিরতেই সাক্ষীকে কাগজে সই করানো হয় এই বলে যে তিনি ওই যুবকের সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না। সাক্ষী ফেব্রুয়ারিতেই বাড়ি ছেড়ে একটি হস্টেলে চলে যান পড়াশোনা করতে। আগস্টে রাখিতে ফের বাড়িতে ফিরিয়ে আনা হয়। আগস্টে রাখি উৎসবের সময় মেয়েকে বাড়ি নিয়ে আসেন সাক্ষীর বাবা। আর তখনই দলিতকে বিয়ে করার জন্য ‘শুদ্ধিকরণ’ করা হয়। অভিযোগ, মাথা মুড়িয়ে দেওয়া হয়। খুলে ফেলতে বাধ্য করা হয় পোশাক। সকলের সামনে অর্ধনগ্ন অবস্থাতেই স্নান করানো হয় সাক্ষীকে।

এই ঘটনার পর ফের স্বামীর কাছে পালিয়ে যান সাক্ষী। এখন তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। নবদম্পতি প্রাণের ভয় পাচ্ছেন। তাদের আশঙ্কা, মেয়েটির পরিবার তাদের মেরে ফেলতে পারেন।