‘সুসংহত শিশু বিকাশ প্রকল্পের’ উদ্দ‍্যোগে রাজ‍্য জুড়ে পালিত ‘জাতীয় পুষ্টি দিবস’

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলাঃ প্রতিবছর ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা পশ্চিমবাংলা জুড়ে ‘জাতীয় পুষ্টি দিবস’ হিসাবে পালিত হয় ‘সুসংহত শিশু বিকাশ প্রকল্পের’ উদ্যোগে। তারই অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও মুর্শিদাবাদ জেলার রঘুনাথ গঞ্জ ২নং ব্লকের সন্মতিনগর অঞ্চলের আই.সি.ডি.এস কর্মীদের উদ্যোগে ৮ তারিখ বুধবার কালীতলা এল.কে হাইস্কুলে ‘জাতীয় পুষ্টি দিবস’ পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথ গঞ্জ ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় উৎকর্ষ সিং (আই এ এস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুসংহত শিশু বিকাশ প্রকল্পের” আধিকারিক মাননীয় সৌরভ কুমার(সি ডি পিও)। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আই সি ডি এস সুপার ভাইজার শুক্লা মজুমদার, সুলতানা বেগম, কালীতলা এল.কে হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় আসরাফুল সেখ মহাশয়। পাশাপাশি এই সভায় আরও উপস্থিত ছিলেন সমস্ত কেন্দ্রের মা, শিশু ও কিশোরীরা। অপুষ্টি দূরীকরণের উদ্দেশ্যে এই ‘জাতীয় পুষ্টি দিবস’ উৎসবে বক্তব্য রাখেন মাননীয় শ্রী উৎকর্ষ ‌সিং(আই এ এস), মাননীয় শ্রী সৌরভ কুমার(সি ডি পি ও) এবং কালীতলা এল কে হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় আসরাফুল সেখ মহাশয়। এই অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক গান,ছড়া,নাটক,নৃত্য প্রর্দশন করা হয়। এদিনের অনুষ্ঠানে সন্মতিনগর অঞ্চলের কর্মী ও সহায়িকাগণ অপুষ্টি দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সি ডি পি সাহেব উপস্থিত সকলকে অপুষ্টি দূরীকরণে বিশেষ উদ্যোগ গ্রহণের পরামর্শ দান করেন।