দেশ

৪৫ বছর পর এলএসিতে চলল গোলাগুলি; গালওয়ান সংঘর্ষের পর ভারত বদলেছে রুল অফ এনগেজমেন্ট নীতি

টিডিএন বাংলা ডেস্ক: চিন সেনার এলএসি-তে অনুপ্রবেশ রুখতে সতর্কতামূলক গুলিবর্ষণ করল ভারতীয় সেনা। লাদাখের প্যাংগং লেকের দক্ষিণে এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনি সূত্রে জানানো হয়েছে যে, ভারত কেবল এলএসি-তে অনুপ্রবেশ রুখতে সতর্ক করার জন্য গুলি চালিয়েছিল।

প্রসঙ্গত,প্রসঙ্গত, ভারত-চীন সীমান্তে দীর্ঘ ৪৫ বছর পর এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এলএসি-তে সর্বশেষ গুলি চালানোর ঘটনা ঘটেছিল ১৯৭৫ সালের অক্টোবর মাসে অরুণাচল প্রদেশে। ১৫ জুন, ২০ জন ভারতীয় সেনা গালওয়ান সংঘর্ষে নিহত হয়। এই সংঘর্ষের সময় ও ভারতীয় সেনা সংযম বজায় রেখেছিল এবং গোলাগুলি করেনি।গালওয়ান সংঘর্ষের পরে, ভারত ‘রুল অফ এনগেজমেন্ট’ নীতি পরিবর্তন করেছে। যার ফলে, এখন প্রয়োজনে গুলি চালানো যেতে পারে।

Related Articles

Back to top button
error: