HighlightNewsদেশ

বাংলাদেশের পর এবার ১৫ মে পর্যন্ত ভারত থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করলো অস্ট্রেলিয়া

টিডিএন বাংলা ডেস্ক: ভারতে করোনা সংক্রমনের হার দৈনিক ৩ লক্ষ্যের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর রবিবার ভারত সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ। এর আগে ১৪ এপ্রিল থেকে ভারত থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করেছিল বাংলাদেশ। এবার সেই একই পথে হাঁটতে চলেছে অস্ট্রেলিয়াও। ভারতের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিষেবা আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন,”ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ১৫ মে পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরে পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব।”

এদিকে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের পর সমস্যায় পড়েছেন ভারতে ফাঁকা বহু অস্ট্রেলীয় নাগরিক। প্রসঙ্গত আইপিএলে অংশগ্রহণকারী বহু অস্ট্রেলীয় ক্রিকেটার এই মুহূর্তে ভারতে রয়েছেন। অস্ট্রেলিয়ার সরকারের এ সিদ্ধান্তের পর দেশে ফিরতে সমস্যায় পড়তে পারেন তাঁরা। তবে অস্ট্রেলিয়ার সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার আগেই বেশকিছু ক্রিকেটার দেশে ফিরে গেছেন।

 

Related Articles

Back to top button
error: