HighlightNewsদেশ

নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওপর হামলা; বাঁচাতে এগিয়ে গেলেন দেহরক্ষীরা

টিডিএন বাংলা ডেস্ক: বিহারের মধুবনির গঙ্গোরে জেডিইউ প্রার্থী শুধাংশু শেখরের হয়ে ভোট চাইতে গিয়ে বিপত্তিতে পড়লেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মঙ্গলবার আয়োজিত ওই সভায় হঠাৎই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওপর পেঁয়াজ ও ইঁটের টুকরো ছুঁড়তে শুরু করে কিছু বিক্ষোভকারীরা। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীকে বাঁচাতে সামনে এগিয়ে আসেন দেহরক্ষীরা। এরপর পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হন নির্বাচনী সভায় উপস্থিত নিরাপত্তা বাহিনী। এদিকে নিজের দিকে পাথর ছোঁড়া শুরু হতেই বিন্দুমাত্র দমে না গিয়ে নীতিশ কুমার বলতে শুরু করেন,”ছোঁড়ো ছোঁড়ো, যত ইচ্ছে ছোঁড়ো।” এরপর পরিস্থিতি শান্ত হতেই বিরোধী পক্ষ তেজস্বী যাদব তথা আরজেডির বিরুদ্ধে সরব হন তিনি। আরজেডির সময়কালে বিহারে জঙ্গলরাজের প্রসঙ্গ উত্থাপন করে নীতিশ কুমার বলেন, যারা নিজেদের শাসনকালে মাত্র ৯৫,০০০ চাকরি দিতে পেরেছে, তারা ১০ লক্ষ্য চাকরি দেবার প্রতিশ্রুতি দিচ্ছে।

Related Articles

Back to top button
error: