HighlightNewsদেশ

ভারত থেকে ফিরলেই মোটা অংকের জরিমানা বা পাঁচ বছরের জেল হবে অস্ট্রেলীয় নাগরিকদের

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রভাব ভারতে আছড়ে পড়ার পর থেকেই ভারতের সঙ্গে সরাসরি বিমান সংযোগ বন্ধ করেছে বহু দেশ। মঙ্গলবারই ভারতের সঙ্গে সরাসরি বিমান সংযোগ বন্ধ করেছে অস্ট্রেলিয়া। এবার ভারতীয় ভ্যারিয়েন্ট এর করোনার সংক্রমণ যাতে অস্ট্রেলিয়ায় না হয় তার জন্য নতুন নিয়ম জারি করেছে অস্ট্রেলিয়ার সরকার। এই নতুননিয়ম অনুযায়ী বিগত ১৪ দিন ভারতে থাকলে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না সে দেশের বাসিন্দা ও নাগরিকরাও। এই নিয়ম অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। এমনকি, ৫ বছরের জেল হতে পারে।

করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রভাবে ভারত ইতিমধ্যেই দৈনিক সংক্রমনের নিরিখে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রতিদিন হুহু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ব্রিটেন, কানাডা, আমেরিকা, দুবাই, বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা আপাতত বন্ধ রেখেছে। তবে করোনার সংক্রমণ রুখতে এই ধরনের শাস্তির বিধান প্রথম অস্ট্রেলিয়ার তরফ থেকেই ঘোষণা করা হয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, “আগামী ৩ মে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এবং অস্ট্রেলিয়ার নাগরিকেরা এই নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।” আগামী ১৫ মে-র পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

অস্ট্রেলীয় প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়রা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে ভারতে আটকে পড়েছেন বহু অস্ট্রেলিয়ার নাগরিক। মানবাধিকার সংগঠন গুলির তরফ থেকেজানানো হয়েছে শাস্তির ওপর নজর না দিয়ে অস্ট্রেলিয়ার প্রশাসনের উচিত কোয়ারেন্টাইন ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলা। অস্ট্রেলিয়ার বাসিন্দাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের দেশে ফিরে আসার।

Related Articles

Back to top button
error: