HighlightNewsদেশ

সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় আচমকাই ভারত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ, আটকে পড়েছেন বহু মানুষ

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ্য ছড়িয়ে যাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পড়শী দেশ বাংলাদেশ। আচমকাই ভারত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ থেকে আগামী দু’সপ্তাহের জন্য অর্থাৎ ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বন্ধ থাকছে সীমান্ত। এর আগে ১৪ এপ্রিল থেকে দু’দেশের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে উড়ান পরিষেবা। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে আসা এবং ভারত থেকে বাংলাদেশে এ যাওয়া বহু মানুষ আটকে পড়েছেন।

ভারতের ক্রমবর্ধমান করোনা সংক্রমনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রীর একে আব্দুল মোমেন ভারত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে মানুষের প্রবেশ বন্ধ থাকলেও আগের মতনই ব্যবসা-বাণিজ্য বজায় থাকবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে এসে যারা আটকে পড়েছেন তাদের দেশে ফেরা এ নিষেধাজ্ঞা নেই বলেও জানানো হয়েছে। দেশে ফিরতে গেলে তাদের বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।ঠিক তেমনই ভারত থেকে বাংলাদেশে গিয়ে যে সমস্ত মানুষ আটকে পড়েছেন তাঁদের ভারতে যেতে গেলে বাংলাদেশ হাই কমিশনের থেকে এনওসি পেতে হবে।

Related Articles

Back to top button
error: