দেশ

জাতীয় সঙ্গীত গাইতে পারছেন না বিহারের নতুন শিক্ষামন্ত্রী! ভিডিও শেয়ার হতেই সমালোচনার ঝড়

টিডিএন বাংলা ডেস্ক: ফের বিহারের মসনদে বসেই বিতর্কে নীতিশ সরকার।

জাতীয় সঙ্গীত গাইতে জানেনই না নতুন শিক্ষামন্ত্রী ডা. মেওয়ালাল চৌধুরী! ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছে আরজেডি। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বিহারের নতুন শিক্ষামন্ত্রী ডা. মেওয়ালাল চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতীয় সঙ্গীত গাইছেন। কিন্তু তিনি তা সঠিকভাবে গাইতেই পারছেন না। মাঝের শব্দ ভুলে গিয়ে অন্য শব্দ ধার করে জাতীয় সঙ্গীত গাইছেন! এদিকে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম তাঁর অফিসিয়াল ট্যুইটার থেকে ভিডিয়োটি সামনে আনেন। যদিও ভিডিয়োটি পুরনো। সেটি প্রকাশ্যে আসতেই চেপে ধরেছে আরজেডি। সঞ্জয় নিরুপমও কটাক্ষ করে ট্যুইটে লেখেন, ‘ইনি হলেন বিহারের নতুন শিক্ষামন্ত্রী। শোনা যায় তিনি নাকি এর আগে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। কী অবস্থা জাতীয় সঙ্গীতও ঠিকমত গাইতে পারছেন না! নতুন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। ভারতীয় গণতন্ত্রের এই পাপ ধোবে কে?’

Related Articles

Back to top button
error: