দেশ

বিদ্রোহ ত্রিপুরায়, বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লীতে বিজেপির বিধায়করা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, দিল্লি: বিদ্রোহ ত্রিপুরায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্ব মানতে নারাজ একদল বিধায়ক। সুদীপ কুমার বর্মনের নেতৃত্বে ওই বিধায়ক দল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে নালিশ জানাতে। অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি সরকার।

খোদ দলের বিধায়কদের বিদ্রোহের মুখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজের দলের কিছু বিধায়কের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। রাজ্যের ক্ষমতাসীন বিজেপির একদল বিধায়ক বিপ্লবের নেতৃত্ব মানতর নারাজ। তাঁরা বিপ্লবকে নেতৃত্ব থেকে সরাতে নালিশ নিয়ে নয়াদিল্লি গেছেন বলে খবর। জানা গিয়েছে, বিদ্রোহী এমএলএরা নয়াদিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তাঁরা দলের শীর্ষ নেতাদের কাছে মুখ্যমন্ত্রী বিপ্লবের ‘অপশাসন’ ও ‘দুর্বল নেতৃত্বের’ বিষয়টি তুলে ধরতে চান। বিদ্রোহী দলটির নেতৃত্বে আছেন রাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রভাবশালী এমএলএ সুদীপ রায় বর্মণ। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সাক্ষাৎ চেয়েছেন।নয়াদিল্লিতে অবস্থানরত এক বিদ্রোহী বিধায়ক নাম প্রকাশ না করে বলেন, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করার চেষ্টায় আছেন। এই ঘটনায় চরম অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি সরকার।

Related Articles

Back to top button
error: