দেশ

উত্তরপ্রদেশ পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন উন্নাও ধর্ষণকাণ্ডের আসামী কুলদীপ সেঙ্গারের স্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে ৫ জেলার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি, উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত উন্নাওয়ের প্রাক্তন দলীয় বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেঙ্গার। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত উন্নাওয়ের জেলা পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন সঙ্গীতা। তাঁকে এবারের জেলা পঞ্চায়েত সদস্যপদে ফতেপুর চৌরাসি তৃতায়া আসনে প্রার্থী করেছে বিজেপি। উন্নাওয়ে বিভিন্ন জেলা পঞ্চায়েত ওয়ার্ডের ৫১ জন প্রার্থীতালিকা প্রকাশ করেছে তারা।

উত্তরপ্রদেশে ২০২১ এর পঞ্চায়েত নির্বাচন শুরু হচ্ছে ১৫ এপ্রিল। চার দফায় হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা ২ মে, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের ভাগ্যনির্ধারণ হওয়ার দিন একই। ২০১৭ সালে উন্নাওয়ের বঙ্গারমাউ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন কুলদীপ সেঙ্গার। তবে তিনি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে দল থেকে বহিষ্কারের পর কেন্দ্রটি শূন্য হয়। ২০২০ – তে কুলদীপ ধর্ষিতার বাবার মৃত্যুর মামলায় দোষী সাবস্ত হন। দশ বছরের কারাবাস ও ১০ লাখ টাকা জরিমানা হয়। যদিও এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন কুলদীপ। ২০১৭ সালে উন্নাওয়ের নাবালিকা ধর্ষণে দোষী সাবস্ত হয়ে ইতিমধ্যে জেল খাটছেন তিনি।

 

Related Articles

Back to top button
error: