Highlightদেশ

তিব্র সমালোচনার মুখে পড়ে ধর্ষণকান্ডে অভিযুক্ত কুলদীপ সিং সেনগারের স্ত্রীর প্রার্থীপদ প্রত্যাহার বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক : উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ফতেপুর চৌরাসিতে বিজেপি প্রার্থী করা হয়েছিলো উন্নাও ধর্ষণকান্ডের সাজাপ্রাপ্ত বিধায়ক কুলদীপ সিং সেনগারের স্ত্রীকে। যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে হয় উত্তরপ্রদেশের বিজেপি । অবশেষে সমালোচনার মুখে কুলদীপের স্ত্রী সঙ্গীতার প্রার্থীপদ বাতিল করলো বিজেপি। উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ফতেপুর চৌরাসি আসনে বিজেপি প্রার্থী হিসেবে কুলদীপ সিং সেনগারের স্ত্রী সঙ্গীতা সেনগারের নাম মনোনীত করেছিলো বিজেপি। এরপর এই নাম ঘোষণার পরেই বিতর্ক চরমে ওঠে। ধর্ষণের দায়ে যে বিধায়ককে বহিষ্কার করা হয়েছিলো তাঁর স্ত্রী কীভাবে বিজেপির মনোনয়ন পায় তা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়। চাপের মুখেই প্রার্থী হিসেবে সঙ্গীতার নাম প্রত্যাহার করে নেয় বিজেপি।

উত্তরপ্রদেশে ২০২১ এর পঞ্চায়েত নির্বাচন শুরু হচ্ছে ১৫ এপ্রিল। চার দফায় হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা ২ মে, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের ভাগ্যনির্ধারণ হওয়ার দিন একই।

উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাওয়ের বঙ্গারমাউ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন কুলদীপ সেঙ্গার। তবে তিনি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে দল থেকে বহিষ্কারের পর কেন্দ্রটি শূন্য হয়। ২০২০ – তে কুলদীপ ধর্ষিতার বাবার মৃত্যুর মামলায় দোষী সাবস্ত হন। দশ বছরের কারাবাস ও ১০ লাখ টাকা জরিমানা হয়। যদিও এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন কুলদীপ। ২০১৭ সালে উন্নাওয়ের নাবালিকা ধর্ষণে দোষী সাবস্ত হয়ে ইতিমধ্যে জেল খাটছেন তিনি।

Related Articles

Back to top button
error: