HighlightNewsদেশ

দেশজুড়ে অক্সিজেনের হাহাকার, ঘাটতি মেটাতে শিল্পক্ষেত্রে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। গত দুসপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে ধরা পড়ছে এক ভয়াবহ চিত্র। কোভিড রোগীদের জন্য নেই পর্যাপ্ত বেড এবং প্রয়োজনীয় অক্সিজেন। শুধু তাই নয়, পাশাপাশি রেমডেসিভির এর মত জীবনদায়ী ওষুধ অভাবও দেখা গেছে বিভিন্ন রাজ্যে। এই পরিস্থিতিতে রাজ্যগুলিতে কভিদ রোগীদের জন্য বেডের অভাব মেটাতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার হাসপাতালগুলিকে কোভিড হাসপাতালে পরিণত করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। এর পাশাপাশি অক্সিজেনের ঘাটতি মেটাতে ২২ এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র।

Related Articles

Back to top button
error: