HighlightNewsদেশ

শীতলকুচি কাণ্ডের তদন্তভার নিল সিআইডি, ৫ মে-র মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলো হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: চতুর্থ দফা নির্বাচনের শীতলকুচি বিধানসভার দুটি ভোট গ্রহণ কেন্দ্রে গুলি-কাণ্ডের তদন্তভার নিল সিআইডি। গোটা ঘটনার সম্পর্কে সিআইডির কাছ থেকে ৫ মে-র মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ১০ এপ্রিল কোচবিহার মাথাভাঙ্গা থানার অন্তর্গত শীতলকুচি বিধানসভার দুটি আলাদা বুকে গুলি চালানোর ঘটনায় মোট ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ওই বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এর চালানো গুলিতে নিহত হন চারজন। জানিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সোমবার এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করে এ বিষয়ে সবিস্তারে জানতে চেয়ে আবেদন করেন ফিরদৌস শামীম।পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির দাবিও তোলেন তিনি। শুধু তাই নয় বাকি চারটি দফার ভোট প্রক্রিয়া থেকে অভিযুক্ত ব্যক্তিদের সরিয়ে দেওয়া এবং শীতলকুচি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আবেদন জানান ফিরদৌস শামীম। তাঁর এই আবেদনের সুনামির পরিপ্রেক্ষিতে সিআইডির কাছ থেকে ৫ মে রিপোর্ট তলব করে হাইকোর্ট।

এদিকে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গুলি কাণ্ডের এই ঘটনার তদন্তভার হাতে পেয়েই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিআইডি।পাশাপাশি মাথাভাঙা থানা থেকে ওই ঘটনা সম্পর্কে যাবতীয় নথিপত্র চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। জানা গেছে খুব শীঘ্রই তদন্তের স্বার্থে শীতলকুচি বিধানসভার ওই দুটি বুথে যাবেন তদন্তকারী আধিকারিকরা।

Related Articles

Back to top button
error: