Highlightদেশ

করোনা সংক্রমণ বেড়েই চলেছে, প্রতীকি কুম্ভের আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

টিডিএন বাংলা ডেস্ক : দেশ জুড়ে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে গোটা দেশ জুড়ে করোনা কারফিউয়ের প্রয়োজনীয়তার কথা আগেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কুম্ভ মেলা নিয়ে গুরুত্বপূর্ণ আবেদন জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, এবার কুম্ভ মেলার শাহি স্নান যেন প্রতীকি হয়। করোনা যেভাবে দ্রুত গতিতে মানুষক সংক্রমিত করছে, তাতে এবার প্রতীকি স্নান হওয়াই বাঞ্ছনীয় বলে মানুষের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী। ভারত যাতে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম হয়, তার জন্যই এবার কুম্ভের শাহি স্নান প্রতীকি হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রীর ট্যুইটের পরই এ বিষয়ে পালটা মন্তব্য করেন স্বামী অধবেশানন্দ গিরি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তাঁরা সম্মান করেন। মানুষের জীবন বাঁচানো তাঁদের প্রধান কর্তব্য। সেই কারণে এ বছর কুম্ভে মানুষ যাতে একযোগে বিপুল পরিমাণে শাহি স্নান করতে হাজির না হন, সে বিষয়ে আবেদন করেন অধবেশানন্দ গিরিও।

উল্লেখ্য কুম্ভ মেলায় ইতিমধ্যেই প্রায় ২ হাজার পুণ্যার্থী করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৩০ জনেরও বেশি সাধু রয়েছেন। কোভিড বিধি উপেক্ষা করে মানুষ কেন শাহি স্নানে অংশ নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা।

Related Articles

Back to top button
error: