HighlightNewsদেশ

কোভিড সংকট নিয়ে সরকারের সমালোচনা, কেন্দ্রের নির্দেশে মুছে ফেলা হলো সাংসদ বিধায়কদের ৫২টি টুইট

টিডিএন‌ বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ তার সাথেই পাল্লা দিয়ে শুরু হয়েছে মৃত্যু মিছিল। দেশের সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় অভিনেতা পরিচালক থেকে শুরু করে সাংসদ বিধায়ক রা একের পর এক টুইট করেছেন লাগাতার। এই বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। টুইটারের হাতে আইনি নোটিশ ধরিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের টুইট দেশের তথ্যপ্রযুক্তি আইনের পরিপন্থী। এরপরেই টুইটার এর পক্ষ থেকে কেন্দ্র সরকারের সমালোচনায় লেখা মোট ৫২টি টুইট নিষিদ্ধ করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরকারের পক্ষ থেকে একটি সাফাই বার্তায় বলা হয়েছে, কোভিড সঙ্কট সামাল দেওয়ায় সরকারি ব্যর্থতা নিয়ে মুখ খুলেছে বলে নয়, পুরনো ছবি দিয়ে ভুয়ো খবর ছড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই টুইটগুলি নিষিদ্ধ করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল।

প্রসঙ্গত, যে সমস্ত টুইটার ব্যবহারকারীদের টুইট নিষিদ্ধ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন, পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক, সাংসদ রেবানাথ রেড্ডি, অভিনেতা বিনীতকুমার সিংহ, চিত্র নির্মাতা বিনোদ কাপরি এবং অবিনাশ দাস। করোনার ক্রমবর্ধমান সংক্রমনের পরিস্থিতিতে দেশে লাগাতার অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব, ওষুধের ঘাটতির মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করে টুইট করেছিলেন তাঁরা।

Related Articles

Back to top button
error: