HighlightNewsদেশ

তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার হাওয়ার বেগ নিয়ে আছড়ে পড়ল সাইক্লোন নিভার

টিডিএন বাংলা ডেস্ক: তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার। বুধবার রাত ১১ টা নাগাদ তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তি অঞ্চলে ভারী বর্ষণের সাথে তান্ডব নৃত্য শুরু করে নিভার। রাত ১১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত লাগাতার ল্যান্ডফল। সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার হাওয়ার বেগে চলতে থাকে নিভার তান্ডব। তবে আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধীরে ধীরে কমতে শুরু করেছে হাওয়ার বেগ। ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইছে হাওয়া। যদিও আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়নি নিভার।

চেন্নাই আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী দুই ঘন্টায় (দুপুর ১২ টা পর্যন্ত) দুর্বল হয়ে পড়বে নিভার। তামিলনাড়ুর মন্ত্রী আরবি উদয় কুমারের দাবি ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো পর্যন্ত কোন প্রাণহানি হয়নি। এমনকি ফসল খারাপ হবার কোন সংবাদ পাওয়া যায়নি। তবে প্রচন্ড হাওয়ার বেগ এর কারণে কিছু কিছু এলাকায় ভেঙে পড়েছে দেয়াল। রাস্তার ওপর উপরে পড়েছে গাছ। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত, প্রায় আড়াই লক্ষ মানুষকে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করা হয়েছে। নিভারের কারণে বুধবার সন্ধ্যা সাতটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল চেন্নাই এয়ারপোর্ট। তবে আজ সকাল ৯ টার পর থেকে ফের যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে এয়ারপোর্ট। চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাওয়ার কাট করা হয়। তামিলনাড়ুর ১৬টি জেলায় আজও সারাদিন ছুটি থাকবে। বেঙ্গালুরু এবং আশেপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করা রয়েছে।

তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার হাওয়ার বেগ নিয়ে আছড়ে পড়ল সাইক্লোন নিভার

টিডিএন বাংলা ডেস্ক: তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার। বুধবার রাত ১১ টা নাগাদ তামিলনাড়ুর মারাক্কানম ও পুদুচেরির মধ্যবর্তি অঞ্চলে ভারী বর্ষণের সাথে তান্ডব নৃত্য শুরু করে নিভার। রাত ১১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত লাগাতার ল্যান্ডফল। সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার হাওয়ার বেগে চলতে থাকে নিভার তান্ডব। তবে আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধীরে ধীরে কমতে শুরু করেছে হাওয়ার বেগ। ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইছে হাওয়া। যদিও আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়নি নিভার।

চেন্নাই আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী দুই ঘন্টায় (দুপুর ১২ টা পর্যন্ত) দুর্বল হয়ে পড়বে নিভার। তামিলনাড়ুর মন্ত্রী আরবি উদয় কুমারের দাবি ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো পর্যন্ত কোন প্রাণহানি হয়নি। এমনকি ফসল খারাপ হবার কোন সংবাদ পাওয়া যায়নি। তবে প্রচন্ড হাওয়ার বেগ এর কারণে কিছু কিছু এলাকায় ভেঙে পড়েছে দেয়াল। রাস্তার ওপর উপরে পড়েছে গাছ। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত, প্রায় আড়াই লক্ষ মানুষকে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করা হয়েছে। নিভারের কারণে বুধবার সন্ধ্যা সাতটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল চেন্নাই এয়ারপোর্ট। তবে আজ সকাল ৯ টার পর থেকে ফের যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে এয়ারপোর্ট। চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাওয়ার কাট করা হয়। তামিলনাড়ুর ১৬টি জেলায় আজও সারাদিন ছুটি থাকবে। বেঙ্গালুরু এবং আশেপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করা রয়েছে।

Related Articles

Back to top button
error: