দেশ

জরুরি অবস্থার থেকেও অন্ধকার নেমে এসেছে ভারতেঃ রুশদি

টিডিএন বাংলা ডেস্ক:মিডনাইট চিল্ড্রেনস এর লেখক, ঔপন্যাসিক সালমান রুশদি ভারতের বর্তমান অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন ভারতে এখন জরুরি অবস্থার থেকেও গভীর অন্ধকার নেমে এসেছে। তাঁর লেখা মিডনাইট চিল্ড্রেনস উপন্যাসের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে তিনি লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি দীর্ঘ আর্টিকেল প্রকাশ করেন। সেখানে তিনি বর্তমান ভারত সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন ভারতে আর এই উপন্যাসের পরিবেশ নেই। এই একই প্রসঙ্গে সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন ভারত জরুরি অবস্থার থেকেও গভীর অন্ধকারের দিকে নেমে যাচ্ছে। উল্লেখ্য, সালমান রুশদির লিখিত উপন্যাস মিডনাইট চিল্ড্রেনস সম্ভবত ভারতের সবচেয়ে বেশি প্রচারিত আন্তর্জাতিক পর্যায়ের উপন্যাস। এই বইটি ১৯৮০ সালে জেমস ব্ল্যাক মেমোরিয়াল প্রাইস এবং বুকার প্রাইজ লাভ করে। উপন্যাস টি ২00৮ সালে বুকার অফ বুকারস পুরস্কার লাভ করে।

মুম্বাইয়ের এই লেখক বর্তমানে লন্ডনে থাকেন। রুশদি বর্তমান ভারত সম্পর্কে বলেন, এখানে বাক স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে ।তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন নারীদের নিরাপত্তা এবং অধিকার সাংঘাতিক ভাবে বিঘ্নিত হচ্ছে। সেই সাথে সাথে তিনি আশা প্রকাশ করে বলেন ভারতের নওজোয়ান তরুণদের শিক্ষার প্রতি আগ্রহ এবং নারী শিক্ষার উন্নয়ন ভবিষ্যতে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ।

Related Articles

Back to top button
error: