HighlightNewsদেশ

আগরতলায় চাকরীচ্যুত শিক্ষকদের ধর্নায় লাঠিচার্জ করলো পুলিশ, সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৫০জন আহত

টিডিএন বাংলা ডেস্ক: আগরতলায় চাকরীচ্যুত শিক্ষকদের ধর্নায় লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাসের প্রয়োগ করল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। গত ৫২ দিন ধরে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে চলতে থাকা অবস্থান বিক্ষোভে হঠাৎই লাঠিচার্জ শুরু করে পুলিশ। তবে, এই ঘটনায় পাল্টা ৭ জন পুলিশ কর্মীকে জখম করার এবং তিনটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। এদিকে, আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৫.৩০টা পর্যন্ত কার্ফু জারি করেছিল। বুধবার গোটা দিন ধরে আগরতলা পুর নিগম এলাকাতে এই কার্ফু জারি ছিল। বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, মঙ্গলবারসকালে অবস্থান-বিক্ষোভ এ অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা যখন ঘুমোচ্ছিলেন সে সময় হঠাৎই তাদের ওপর পুলিশের লাঠি বর্ষণ নেমে আসে। তৎক্ষণাৎ জায়গা খালি করে দিতে বলেন পুলিশ কর্তারা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০০ জন শিক্ষককে।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০১২ সালের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির প্রসঙ্গ উল্লেখ করে ওই শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগপত্র খারিজ করে আদালত। এরপর থেকেই স্থায়ী চাকরির দাবিতে সরব হয়েছেন ওই শিক্ষক-শিক্ষিকারা। বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, চাকরি ফিরে পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ১০,৩২৩ জন শিক্ষক। কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরিবর্তে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এবং সিটি সেন্টারের সামনে শিক্ষক-শিক্ষিকাদের ওপর জলকামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ প্রয়োগ করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। পুলিশের ত্রাসে আতঙ্কিত হয়ে রয়েছেন আগরতলা পুর নিগমের এলাকার বাসিন্দারা।

Related Articles

Back to top button
error: