HighlightNewsদেশ

হরিয়ানার কারনালে কৃষি আইনের সমর্থনে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের কৃষক মহা পঞ্চায়েতের সভায় ভাঙচুর করল কৃষকরা

টিডিএন বাংলা ডেস্ক: হরিয়ানার কারনালে নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করতে এক কৃষক মহা পঞ্চায়েত সভার আয়োজন করেছিল বিজেপি। এই সভার আহবান করেছিলেন খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। মুখ্যমন্ত্রীর এই সভায় আসার আগেই সভাস্থলে ভাঙচুর চালিয়ে সভা পন্ড করে দিলো আন্দোলনকারী কৃষকরা। হেলিকপ্টারে থেকে গেলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পুলিশের সমস্ত বাধা অতিক্রম করে আন্দোলনকারী কৃষকরা ভেঙে ফেলেন মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য প্রস্তুত হেলিপ্যাডটিও।

রবিবার কৃষি আইন এর সমর্থনে আয়োজিত বিজেপির এই কৃষক মহা পঞ্চায়েত সভার দিকে সকাল থেকেই মিছিল করে আসতে শুরু প্রতিবাদী কৃষকরা। তাদের বাধা দেওয়ার জন্য রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। শুধু তাই নয় একের পর এক ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয় রাস্তার ওপর। কিন্তু কোনোভাবেই আন্দোলনকারী কৃষকদের নিরস্ত করা যায় না। সব বাধা টপকে তারা এগোতে থাকেন সভাস্থলের দিকে। কৃষকদের নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। যদিও পুলিশের এই বাধাতে হার মানেননি কৃষকরা। সভাস্থলের সাথেই হেলিপ্যাডও ভাঙচুর করেন তারা। কালো পতাকা হাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কয়েক হাজার কৃষক। এই পরিস্থিতিতে মহা পঞ্চায়েত সভা বাতিল করেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

Related Articles

Back to top button
error: