HighlightNewsদেশ

লাহোর থেকে হিন্দিতে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বার্তা পেলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু

টিডিএন বাংলা ডেস্ক: তিনি ভারতীয়, তিনি হিন্দু। তিনি সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন তিনি। তিনি মার্কণ্ডেয় কাটজু। যিনি বারবার ধর্মের উপরে সৌভ্রাতৃত্বকে স্থান দিয়েছেন। আর তাই মুসলিমদের পবিত্র মাস রমাদানের শেষ দিন প্রতিবছরের মতো এবছরও নির্জলা উপোস করেন। ধর্মপ্রাণ মুসলিমদের মত তিনিও ঐদিন অপেক্ষায় থাকেন চাঁদ ওঠার। তেমনি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছাবার্তা দিতেও সবার আগে এগিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায়।

https://www.facebook.com/watch/?v=531925728214515

আগামীকাল মুসলিমদের পবিত্র রমাদান মাসের শেষে ঈদ উৎসব পালিত হবে। একদিকে যেমন নিজে ফেসবুক বার্তায় ঈদের শুভেচ্ছা বার্তা দেন মার্কণ্ডেয় কাটজু, তেমনি তাঁকেও পড়শী দেশ পাকিস্তানের লাহোর থেকে হিন্দিতে লিখে পাঠানো একটি ঈদের শুভেচ্ছা বার্তা তুলে ধরেন ফেসবুকের পাতায়।

https://www.facebook.com/506252812748603/posts/5753677864672712/

Related Articles

Back to top button
error: