দেশ

গান্ধী পরিবারকে ক্লিনচিট দিয়ে খারাপ ফলের জন্য নেতাদেরই দায়ী করলেন গোলাম নবী আজাদ

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি বিহার সহ একাধিক রাজ্যে দলের পরাজয় নিয়ে নেতাদেরই দায়ী করলেন প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। যদিও সেই তালিকায় গান্ধী পরিবারকে বাদ দিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে গোলাম নবী আজাদ বলেন, ‘‌‘‌দলের নেতারা সবাই বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছেন। টিকিট পেলেই তাঁরা পাঁচতারা হোটেলে চলে যান। রাস্তা খারাপ থাকলে সেদিকে যেতে চান না। এই সংস্কৃতিকে না পালটালে আমরা কখনই ভোটে জিততে পারব না।’‌’ তার দাবি, দলে কোনও বিরোধ নেই। কেউ বিক্ষুব্ধ নন। যা হয়েছে, তা দলে পরিবর্তন আনার জন্য দরকারি ছিল। যদিও গান্ধী পরিবারকে ক্লিনচিট দিয়ে তিনি বলেন, ‘‌আমি গান্ধী পরিবারকে এ ব্যাপারে ক্লিনচিট দিতে চাই। কারণ, করোনার সময়ে এর থেকে বেশি কিছু ওঁরা করতে পারতেন না। আমাদের বেশিরভাগ দাবিই তো মেনে নেওয়াও হয়েছে। তবে দল বাঁচাতে শীর্ষ নেতৃত্বের উচিত নির্বাচনের রাস্তায় হাঁটা।’‌

Related Articles

Back to top button
error: