দেশ

“বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছে দেওয়া ছাড়া করোনার সাথে লড়াই করা অসম্ভব”; কেন্দ্রকে তোপ রাহুল- প্রিয়াঙ্কার

টিডিএন বাংলা ডেস্ক: দেশে করোনা মহামারী প্রভাবে প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনার সংক্রমণ এবং মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং টিকাকরণের গতি প্রসঙ্গে ফের একবার কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। তাঁদের মতে, বাড়ি বাড়ি ভ্যাকসিন না পৌঁছে দিলে করোনা মহামারীর সঙ্গে লড়াই করা অসম্ভব। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগ করেছেন যে ইতিবাচক চিন্তার ভ্রান্ত আশ্বাস দেওয়া দেশবাসীর সাথে প্রতারণা।

একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”ইতিবাচক চিন্তার ভ্রান্ত আশ্বাস স্বাস্থ্য কর্মচারী এবং তাদের পরিবার বর্গের সঙ্গে রসিকতা করার সমান, যারা নিজের মানুষদের হারিয়েছেন এবং অক্সিজেন হাসপাতাল ওষুধের অভাবে ভুগছেন। বালির মধ্যে মাথা ঢুকিয়ে রাখা ইতিবাচকতা নয়, দেশের মানুষের সাথে প্রতারণা।”

অপরদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন,”ভারত সবথেকে বড় টিকা উৎপাদনকারী দেশ। বিজেপি সরকার ১২ এপ্রিল টিকা দিবস উদযাপন করল কিন্তু টিকাকরণের কোনো ব্যবস্থা করল না এবং এই ৩০ দিনে আমাদের টিকাকরণের হার ৮২ শতাংশ কমেছে।”

এরপর মোদি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিতে যান, ফটো তোলেন কিন্তু তার সরকার টিকার প্রথম অর্ডার ২০২১ সালের জানুয়ারি মাসে কেন দিল? আমেরিকা এবং অন্যান্য দেশ ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকে অনেক আগেই অর্ডার দিয়ে রেখেছিল। এর দায়িত্ব কে নেবে?”তিনি বলেন,”বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছে দেওয়া ছাড়া করোনার সাথে লড়াই করা অসম্ভব।”

Related Articles

Back to top button
error: