HighlightNewsদেশ

মধ্য প্রদেশে ১৫ মে পর্যন্ত জনতা কার্ফু জারি; বিবাহ অনুষ্ঠানকে “সুপার স্প্রেডার” বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান

টিডিএন বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে অন্যান্য অনেক রাজ্যের মত মধ্যপ্রদেশেও লাগাতার বেড়ে চলেছে করোনা সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ রুখতে ১৫ মে পর্যন্ত জনতা কার্ফু জারি করল শিবরাজ সিংহের সরকার। এদিন “কিল করোনা-২ অভিযান” আরম্ভ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান রাজ্যবাসীর কাছে এই মুহূর্তে কোনো রকম বৈবাহিক অনুষ্ঠান না করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, বিবাহ করোনা সংক্রমণের সুপার স্প্রেডার। এছাড়া রাজ্যের মানুষকে আলাদা আলাদা জেলায় নিজেদের পরিস্থিতি বিচার করে ভিড় কম করার আবেদন জানান তিনি।

তিনি আরো বলেন,”অনেকের এই রোগে আড়াল করার মানসিকতা থাকে, এই রোগকে আড়াল করবেন না। কিল করোনার প্রচারাভিযানের টিম এবার থেকে রোগীদের সন্ধান করে সেখানেই চিকিত্সা করবে। তাঁরা তত্ক্ষণাত ওষুধ পাবেন। কোনো বাড়িতে ১৫ মে পর্যন্ত কোনো সংক্রমিত যাতে বাকি না থাকেন। প্রত্যেক ব্যক্তিকে খুঁজে বের করতে হবে।”

Related Articles

Back to top button
error: