HighlightNewsদেশ

বাংলায় দল গড়ার দায়িত্বে বহাল থাকছেন কৈলাস বিজয়বর্গীয়; সহ পর্যবেক্ষকের পদে থাকবেন অমিত মালডিয়া এবং অরবিন্দ মেনন

টিডিএন বাংলা ডেস্ক: সামনে বছর এই বাংলার বিধানসভা নির্বাচন তার আগে কোনভাবেই দলের মধ্যে গোষ্ঠী কোন্দল বাড়াতে নারাজ বিজেপি। এই পরিস্থিতিতে বাংলায় পর্যবেক্ষক হিসেবে কৈলাস বিজয়বর্গীয়কেই বহাল রাখার কথা জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি পর্যবেক্ষকের পদে থাকবেন অমিত মালডিয়া এবং অরবিন্দ মেনন। সম্প্রতি, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দলের সম্ভাবনা বাড়তে থাকে। কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপের ফলে রাজ্য বিজেপিতে প্রভাব বৃদ্ধি পাবে বলেও গুঞ্জন শোনা যায়। স্পষ্টতই দিলীপ ঘোষ ও মুকুল রায়-কৈলাস বিজয়বর্গীয় লবির মধ্যে মনোমালিন্য শুরু হয়। এই মনোমালিন্য ঘোচাতে এবং বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পক্ষে রাত জেগে সমর্থনে বাতাবরণ রয়েছে তা অব্যাহত রাখতে শেষ পর্যন্ত কৈলাস বিজয়বর্গীয়কেই বাংলা বাংলায় দল গড়ার দায়িত্বে বহাল রাখল কেন্দ্রীয় নেতৃত্ব।

Related Articles

Back to top button
error: