দেশ

সিঁদুরে মেঘঃ লকডাউনের ভয়ে আবার পথে পরিযায়ী শ্রমিকরা

টি ডিএন বাংলা ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় থাবা নাকি আরো ভয়ঙ্কর। এরকম ধারণা ছড়িয়ে পড়ার সাথে সাথেই গোটা দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। পূর্বের মত আকস্মিক লকডাউনের ফলে আবার তাদেরকে সেইরকম দুর্ভোগের শিকার হতে না হয় তাই আগেভাগেই দলে দলে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন শহর থেকে। দিল্লিতে নাইট কারফিউ ঘোষণা হওয়ার পর থেকে ওখলা, নয়ডাসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে দলে দলে মানুষ বাড়ির পথে রওনা হতে শুরু করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিযায়ী শ্রমিকদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন একান্ত জরুরি প্রয়োজন না হলে লকডাউন করা হবে না। তিনি ঘোষণা করেছেন হাসপাতালগুলোতে চিকিৎসাব্যবস্থা যথেষ্ট উন্নত করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে একটু সচেতন করে যদি এই মহামারীর মোকাবেলা করা যায় তাহলে লকডাউনের প্রয়োজন পড়বে না। তিনি বলেন ব্যক্তিগতভাবে আমি লকডাউনের বিরোধী। কিন্তু পরিস্থিতি বাধ্য করলে তখন আর কিছু করার থাকে না। গতবারের আকস্মিক লকডাউনের ফলে মানুষের যে দুর্ভোগ হয়েছিল তা কখনোই হওয়া উচিত নয় বরং পরিকল্পিতভাবে ধাপে ধাপে সেদিকে এগোনো উচিত।
কিন্তু ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তাই নেতাদের কথায় আর আস্থা রাখতে পারছে না গরিব অভাবী দিন আনা দিন খাওয়া শ্রমিকরা। এই সকল পরিযায়ী শ্রমিক ঝাড়খন্ড বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন শহরে কাজ করতে যায়। দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশন থেকে জানা যায় ইতিমধ্যেই একটি বিশেষ ট্রেন দিল্লি থেকে রাঁচি এসে পৌঁছেছে। ২১ টি কোর্স এবং ১২টি জেনারেল কম্পার্টমেন্ট ছিল ভিড়ে ঠাসা। এর থেকেই অনুমান করা যায় কিভাবে মানুষ দিল্লি থেকে আপন আপন রাজ্যে যেতে শুরু করেছে।

Related Articles

Back to top button
error: