দেশ

রাম মন্দির, ৩৭০ ধারার মতো চিন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিনও স্থির করে রেখেছেন মোদী; দাবি উত্তরপ্রদেশের বিজেপি সভাপতির

টিডিএন বাংলা ডেস্ক: রাম মন্দির কিম্বা, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ সবকিছুরই দিনক্ষণ নাকি আগে থেকেই স্থির করে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি লাদাখ সীমান্তে ভারত চিনের মধ্যে চলতে থাকা বিরোধের জবাবে চীনের সঙ্গে ভারতের কবে যুদ্ধ হবে তাও ঠিক করে রেখেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধের বিষয় দিনক্ষণ স্থির রয়েছে আগে থেকেই। এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে এই মন্তব্য করতে শোনা গেছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, বাবরি মসজিদ রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত হয়েছে। আর গত বছরই সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হরণ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যবসিত করা হয়। যদিও উত্তরপ্রদেশের বিজেপি সভাপতির দাবি এই সব কিছুরই দিনক্ষণ আগে থেকেই স্থির করে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি স্বতন্ত্র দেবসিংহ আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিব মানুষদের হতাশ করবেন না, দেশের অসম্মান হতে দেবেন না। তার দাবি তারা রাম ও কৃষ্ণের পথে রয়েছেন। তার এই মন্তব্যের পর হাততালির ঝড় ওঠে সভায়।

Related Articles

Back to top button
error: