দেশ

দশেরায় রাবণের জায়গায় মোদির কুশপুত্তলিকা জ্বালানো হয়েছে, এটা খুবই দুঃখের বিষয়: রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে ৭১ আসনে বিহার বিধানসভার প্রথম পর্যায়ের ভোটগ্রহণপর্ব চলছে আর অপরদিকে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের নির্বাচনী লড়াইয়ে নিজের নিজের দলের হয়ে জনমত আহবান করতে জনসভা করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদি। আজ প্রথমে দ্বারভাঙ্গা এবং পরে মুজাফফরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে আজই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পশ্চিম চম্পারনে জনসভা করেছেন।

ওই জনসভা থেকেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল গান্ধী বলেন,”সাধারণত দশেরায় রাবণ কুম্ভকর্ণ এবং মেঘনাদের কুশপুত্তলিকা জ্বালানো হয়। প্রথমবার এমন দেখা গেল যে পাঞ্জাবে দশেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আম্বানিজি এবং আদানি জির কুশপুতুল পোড়ানো হয়েছে। ২০২০-তে পুরো পাঞ্জাবে রাবণের মূর্তি নয় মোদি-আম্বানি-আদানির মূর্তি জ্বালানো হয়েছে।”

রাহুল গান্ধী আরও বলেন,”নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, এটা খুবই দুঃখের বিষয় যে দশমিনায় তার পুতুল জ্বালানো হয়েছে।” এর পাশাপাশি রাহুল গান্ধী বেকারত্বের প্রশ্ন উঠিয়ে বলেন, বিহারের মানুষেরা দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, ব্যাঙ্গালুরুতে গিয়ে চাকরির খোঁজ করেন, কিন্তু বিহারে তারা চাকরি পান না।

Related Articles

Back to top button
error: