HighlightNewsদেশ

টিকার অপচয় হলেই রাজ্যের বরাদ্দে কোপ, ২১ জুন থেকে কার্যকর হবে কেন্দ্রের নয়া টিকাকরণ নির্দেশিকা

টিডিএন বাংলা ডেস্ক: করোনার টিকাকরণ সম্পর্কিত নীতিতে এবার বেশ কিছু রদবদলের ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচি’ সংক্রান্ত টাস্ক ফোর্সের তরফে এ বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ওই নির্দেশিকা অনুসারে,”আগামী ২১ জুন থেকে জনসংখ্যা, রোগের সংক্রমণ এবং টিকাকরণের অগ্রগতির ভিত্তিতে টিকা বরাদ্দ করা হবে। টিকার অপচয় হলে বরাদ্দের ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে।”

প্রসঙ্গত, গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আগামী ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্বদের জন্য রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার ভিত্তিতেই এবার জাতীয় টিকাকরণ সম্পর্কিত নীতিতে বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে অনেক কিছু সংশোধনের কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। মূলত স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট পেশাদারদের সাহায্যে করোনা মহামারী প্রতিরোধে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: