দেশ

বেনারসে রীতি মেনে পুজো হলেও বাতিল হল অন্যান্য কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: প্রতিবছর ধুমধাম করে উত্তর প্রদেশের বেনারসে দুর্গা পুজোর আয়োজন করে ভারত সেবাশ্রম সংঘ। এবছর ৭৫ তম বর্ষেও সম্পূর্ণ ধর্মীয় রীতি নীতি মেনে আয়োজন হয়েছে দুর্গাপুজোর। তবে অন্যান্য বছর পুজোর আয়োজনের সঙ্গে সঙ্গে যেসব অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করা হয় তা এবছর বাতিল করা হয়েছে। জানালেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। ১৯২৮ সালে ভারত সেবাশ্রম সংঘেরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ ভারতবর্ষের অন্যতম প্রধান ধর্মস্থান কাশীধামে এই মাতৃপুজার আয়োজন করেছিলেন। ৭৫ তম বর্ষেও তা অমলিন।বেনারসের ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানালেন, এবছর দেশে করোনার আবহ চলছে। সেই পরিস্থিতিতে আমাদের যে পুজো সেই পুজো ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হলেও অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান প্রতিবছর পালন করা হত সেগুলিকে এবারে বাতিল করা হয়েছে। করোনার মহামারীর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক বলেন, এই কাশীধামে দূর্গা পুজো উপলক্ষে দেশের ভারত সেবাশ্রম সংঘের সমস্ত কেন্দ্রগুলি থেকে সন্ন্যাসীরা এখানে এসে স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত পূজায় অংশ নেন। এবছর কোভিড পরিস্থিতির জন্য এখানকার যারা স্থানীয় মানুষ যারা প্রতিমা দর্শন এর জন্য ভারত সেবাশ্রম সংঘে আসছেন তাদের সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে থার্মাল স্ক্রীনিং করে এবং প্রয়োজনীয় স্যানিটেশন করে ছোট ছোট দলে ভাগ হয়ে মন্দিরে প্রবেশ করছেন। এর সঙ্গে সঙ্গে এবছর স্বামী প্রণবানন্দের ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। বেনারসের আশপাশ এলাকা থেকে ১২৫ জন প্রতিবন্ধী মানুষের হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হল সংঘের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে বেনারসের মেয়র, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ এলাকার গণ্যমান্য মানুষরা এবং বহু ভক্ত উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
error: