দেশ

বাংলার সম্প্রীতির মহান নায়ক পার্থ সেনগুপ্তকে ফ্রন্টপেজ লাইফ টাইম এ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিলেন মুহাম্মদ কামরুজ্জামানের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বাংলার সম্প্রীতির মহান নায়ক পার্থ সেনগুপ্তকে ফ্রন্টপেজ লাইফ টাইম এ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। বৃহস্পতিবার বিশ্বকোষ পরিষদের কর্ণধার পার্থ সেনগুপ্তের মৃত্যুর খবর পাওয়ার পরই এক বিবৃতিতে কামরুজ্জামান জানান, লেখক ও সমাজকর্মী পার্থ বাবুর সঙ্গে মুসলিম বুদ্ধিজীবীদের একটা আত্মিক সম্পর্ক ছিল। নিজহাতে গড়া বিশ্বকোষ পরিষদের মাধ্যমে মুসলিম মনীষীদের নিয়ে বহু গবেষণাধর্মী কাজ করেছেন। প্রকাশ করেছেন মনীষীদের নিয়ে বহু গ্রন্থ।’

মুহাম্মদ কামরুজ্জামান জানান,’আমি পার্থ সেনগুপ্তের মাধ্যমেই জেনেছিলাম সাহিত্যিক ড. মুহাম্মদ শহীদুল্লাহর জন্মভিটা আমার এলাকা হাড়োয়ায়। তাঁর কাছেই প্রথম শুনেছিলাম দেগঙ্গার শিক্ষানুরাগী ছাওলাতুন্নেছার দানের ইতিবৃত্ত। স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বীরত্বের ইতিহাস, দানবীর হাজী মুহাম্মদ মহসিনের শিক্ষা আন্দোলন, বেগম রোকেয়া সাখাওয়াতের নারী শিক্ষা আন্দোলনের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আজীবন তিনি চেষ্টা করে গেছেন। পার্থ বাবুর এই মহত্বপূর্ণ কাজের জন্য আমাদের ফ্রন্টপেজ অ্যাকাডেমি তাঁকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মান ও প্রতিষ্ঠানের ফ্রন্টপেজ লাইফ টাইম এ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পৃথক দুটি সম্মানে ভূষিত করে।’

Related Articles

Back to top button
error: