HighlightNewsদেশ

করোনা সংকটে বিদেশ থেকে প্রাপ্ত সহায়তা নিয়ে মোদিকে পাঁচটি প্রশ্ন রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশে লাগাতার বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতকে সহায়তা করতে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে আমেরিকা, ব্রিটেন সহ বেশ কিছু দেশ। ভয়কসিন তৈরির কাঁচামাল, পিপিই কিট, অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ পৌঁছেছে দেশে। এই পরিস্থিতিতে বিদেশ থেকে আগত সহায়তাগুলি নিয়ে কেন্দ্র সরকারের উদ্দ্যেশ্যে পাঁচটি প্রশ্ন করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

একটি টুইট করে রাহুল গান্ধী জানতে চেয়েছেন, “ভারত এখনও পর্যন্ত কতটা বৈদেশিক সহায়তা পেয়েছে? সেগুলি কোথায় আছে? কারা এর সুবিধা পাচ্ছেন? কিভাবে রাজ্যগুলির মধ্যে এর বন্টন করা হচ্ছে? কেন এরমধ্যে স্বচ্ছতা নেই?”

Related Articles

Back to top button
error: