দেশ

অর্ণব গোস্বামীর ব্যবহারে বীতশ্রদ্ধ রিপাবলিক টিভির কর্মীরা; বিস্ফোরক চিঠি লিখে ইস্তফা দিলেন জম্মু কাশ্মীরের ব্যুরো চিফ তেজিন্দর

টিডিএন বাংলা ডেস্ক: অর্ণব গোস্বামীর কানে তালা লাগানো অ্যাঙ্করিংয়ের সঙ্গে অপরিচিত মানুষ বোধ হয় খুব কমই আছেন। স্টুডিওয় অতিথিদের ওপর চেঁচামেচি করার জন্য সুপরিচিত এই সাংবাদিক নিজের ব্যবহারের জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন। এবার তাঁর বিরুদ্ধে নিউজ রুমে সহকর্মীদের ওপরেও চেঁচামেচি করার অভিযোগ উঠল। শুধু তাই নয় অর্ণবের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে চ্যানেল থেকে ইস্তফা দিলেন রিপাবলিক টিভির জম্মু কাশ্মীরের ব্যুরো চিফ তেজিন্দর সিং সোধি।

নিজের ইস্তফা পত্রে চ্যানেলের ভাইস প্রেসডেন্ট হানি কাউরকে লিখিতভাবে তেজিন্দর জানিয়েছেন ঠিক কি কি কারণে তিনি ইস্তফা দিচ্ছেন। চিঠিতে তিনি লিখেছেন,যখন রিপাবলিক টিভি তৈরি হয়েছিল, তখন যে টিম একসঙ্গে পথ চলা শুরু করেছিল, আজ তার মধ্যে কতজন আছেন? তাঁরা কেন ছেড়ে গেলেন? তাঁর অভিযোগ, চাকরি নিয়ে কথা বলার সময় অর্ণব গোস্বামী জানিয়েছিলেন, এখন স্যালারি বেশি দেওয়ার সামর্থ নেই, কিন্তু একবার চ্যানেলে টাকা আসতে শুরু করলে বেতন বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু ২ বছর পেরিয়ে গেলেও কারও বেতন বৃদ্ধি হয়নি। এই বিষয়ে সরব হতেই একদিন তাঁকে ফোন করে প্রোমোশনের খবর দেওয়া হয়। তেজিন্দর সেই প্রোমোশনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন।
চ্যানেলের মূল চালিকাশক্তিরা কেউই অর্ণব গোস্বামীর সঙ্গে কাজ করতে পারছিলেন না বলে দাবি করেছেন তেজিন্দর সিংহ। তাঁর দাবি, রিপাবলিক টিভির সহকর্মীদের সঙ্গে অর্ণব মানুষ সুলভ আচরণ করেন না। অর্ণব গোস্বামী গোটা টিমকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করিয়ে লাভের গুড় একা খান বলেও অভিযোগ তাঁর। তেজিন্দর সিংহ সোধির আরও অভিযোগ, অর্ণব গোস্বামী এবং তাঁর স্ত্রীই একমাত্র রিপাবলিক টিভিতে লাভের মুখ দেখেন। বাকিরা সবাই লোকসানের খাতায়। সেখানে অর্ণব গোস্বামী ছাড়া আর কারও দাম নেই।

শুধু তেজিন্দরের অভিযোগ অর্ণব গোস্বামী স্টুডিওয় যেমন আচরণ করেন, নিউজরুমেও তাঁর আচরণ কখনও কখনও মিলে যায়। একবার অর্ণবের চেঁচামেচিতে এক সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ যে, ভারতের কোনও শহরে অর্ণবের চ্যানেলে কাজ করতে আগ্রহী সাংবাদিক পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে ফ্রেশারদের নিয়ে কাজ চালাতে হচ্ছে। দিল্লির মতো জায়গায় রিপাবলিক টিভির নিজস্ব পলিটিক্যাল বিট রিপোর্টার না থাকাই এর সবচেয়ে বড় প্রমাণ বলে উল্লেখ করেছেন তেজিন্দর।

শুধু তাই নয়, অর্ণব গোস্বামীর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অ্যাজেন্ডা নিয়ে কাজ করছেন যা ইয়েলো জার্নালিজমের নামান্তর বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

Related Articles

Back to top button
error: