HighlightNewsদেশ

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল! জল্পনা উস্কে বৈঠকে মোদী-শাহ-নাড্ডা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফের রদবদল! শুক্রবার সন্ধ্যায় ৭, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বৈঠকের পর এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপির সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের কাজের পর্যালোচনা হয়েছে। একইসাথে কোভিড পরিস্থিতির মোকাবিলা এবং উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোট নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে।

উল্লেখ্য, বৃহষ্পতিবার ধর্মেন্দ্র প্রধান, প্রকাশ জাভড়েকর, হরদীপ সিংহ পুরীর মতো কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রায় ৫ ঘণ্টা ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানা গেছে, মূলত কেন্দ্রীয় মন্ত্রকগুলির কাজের মূল্যায়ন করতেই করা হয় সুদীর্ঘ বৈঠক। এছাড়া ২১ জুন থেকে সব বয়সের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে।

Related Articles

Back to top button
error: