HighlightNewsদেশ

নীতীশ কুমারের “আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি” মন্তব্যকে ব্যঙ্গ করে পাল্টা টুইট করল আরজেডি

নীতীশ কুমারের “আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি” মন্তব্যকে ব্যঙ্গ করে পাল্টা টুইট করল আরজেডি

টিডিএন বাংলা ডেস্ক: আজ বিকেল সাড়ে চারটে সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নিতিশ কুমার। যদিও গতকাল এনডিএর বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে চাননি কিন্তু বিজেপি নেতাদের অনুরোধে তিনি এই পদ স্বীকার করেছেন। এমনকি তিনি বলেছিলেন, বিজেপির থেকেই কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করুন এমনটাই তিনি চেয়েছিলেন। তার এই বয়ানকে ব্যঙ্গ করে পাল্টা টুইট করেছে আরজেডি। নিতিশ কুমারকে কটাক্ষ করে ওই টুইটে বলা হয়েছে,”তৃতীয় স্তরের দল হওয়ার জন্য এবং হাঁপিয়ে যাওয়ার কারণে আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি কিন্তু বিজেপির অনেক বড়িষ্ঠ নেতারা আমার পা ধরে, কান্নাকাটি, অনুরোধ করতে থাকেন। আমি হলাম কোমল হৃদয়ের কুর্সীবাদী অন্তর্যামী ভিক্ষুক, তাদের এমন অনুরোধ আমার হৃদয় বিগলিত করে দিল। আমি তাদের মন:ক্ষুন্ন কিভাবে হতে দিতাম?”

Related Articles

Back to top button
error: