HighlightNewsদেশ

ভ্যাকসিনের চাহিদা মেটাতে জুলাইয়ের মধ্যে দেশে তৈরি হতে পারে স্পুটনিক ভি, আমদানি শুরু হবে আগামী মাস থেকেই

টিডিএন বাংলা ডেস্ক: ভ্যাকসিনের চাহিদা মেটাতে এবার তৃতীয় করোনা টিকা হিসাবে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি ছাড়পত্র পাবার পর আগামী মাস থেকেই আমদানি শুরু করা হবে। ভারতে স্পুটনিক-ভি-র ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ ও বণ্টনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ডক্টর রেড্ডি’জ ল্যাব’ সূত্রে জানা গেছে জুনের শেষ বা জুলাইয়ের গোড়া থেকে দেশেই প্রস্তুত করা হতে পারে এই ভ্যাকসিন।

চলতি সপ্তাহেই রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-কে ভারতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এই অনুমোদন পাওয়ার পর ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ (আরডিআইএফ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের ৬০তম দেশ হিসেবে ভারত স্পুটনিক-ভি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। ভারতে করোনা টিকা উৎপাদনের জন্য ইতিমধ্যেই ৫টি সংস্থার সঙ্গে রেড্ডি’জের চুক্তি হয়েছে। এগুলি হল, স্টেলিস বায়োফার্মা, গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাসিয়া বায়োটিক এবং ভিরচো বায়োটেক। রাশিয়ান ব্যক্সিন স্পুটনিক ভি-এর প্রস্তুতকারক আরডিআইএফ-এর প্রধান কিরিলি দিমিত্রিয়েভ বলেন, “এই গ্রীষ্মে প্রতি মাসে অন্তত ৫ কোটি করোনা টিকা উৎপাদন করা আমাদের লক্ষ্য।”

Related Articles

Back to top button
error: